বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৩৩ অপরাহ্ন
এএনামুল সরকার (রাজারহাট) কুড়িগ্রামঃ আজ কুড়িগ্রামের রাজারহাটে আনসার-ভিডিপির সমাবেশ ও সাংস্ককৃতিক অনুষ্ঠান/২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর মঙ্গলবার সকালে আনসার ও ভিডিপির উদ্যোগে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান এর সভাপতিত্বে এবং
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান এর সার্বিক ব্যবস্হাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলার আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো: এফতেখারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন -রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার,কুড়িগ্রাম জেলার আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুটান্ট মোঃতৌহিদ উজ্জামান।
এ সময় উপস্হিত ছিলেন-উপজেলার সাত ইউনিয়নের আনসার দলপতি,দলনেত্রী সহ আড়াই শতাধিক সদস্য-সদস্যাগণ। আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাত দলনেতাকে ১টি করে বাইসাইকেল দলনেত্রী ১টি সেলাইমেশিন এবং ছাতাসহ বিভিন্ন সামগ্রিক বিতরণ করা হয়। এবং সকল আনসার ভিডিপি সদস্য-সদস্যাগণকে বিতন-ভাতা প্রদান করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।।