বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৪৫ অপরাহ্ন
মোঃ হায়দার আলী গোদাগাড়ী (রাজশাহী) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহী – ১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী এমপি, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক এবং তার স্ত্রী আভা হক। ২৮ নভেম্বর বুধবার সাড়ে ১২ টায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: শিমুল আকতারের কাছে সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার শিমুল আকতারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক ও তার স্ত্রী আভা হক। এরপর দুপুর ১২ টার দিকে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন। বিকাল ৩ টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক, গোদাগাড়ী উপজেলার হরিণবিস্কা গ্রামের অধিবাসী সাইদুর রহমান মনোনায়ন পত্র জমা দেন। প্রথম দিন জমাদেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন বিশ্বাস।