শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন
হেলাল শেখঃ
রাজধানীর পল্লবীতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ/পণ্য বিক্রি, পণ্যের গায়ের মুল্য তালিকা না থাকার অপরাধে দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ বৃহস্পতিবার বাজার তদারকিমূলক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় (মেয়াদোত্তীর্ণ ওষুধ/পণ্য ও মুল না থাকায়) লংঘনের অপরাধে দেশ ফার্মা ২০ হাজার, শাকির মেডিসিন কর্ণার ২৫ হাজার, মদীনা ফার্মেসী ১০ হাজার ও আশেয়া মেডিসিন কর্ণার ১৫ হাজার মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ তদারকি কাজে সংশ্লিষ্ট থানা পুলিশ ও এপিবিএন-১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উক্ত বিষয়ে আব্দুল জব্বার মন্ডল বলেন, আমাদের নিয়মিত অভিযান চলছে। কোনো প্রতিষ্ঠান ওজনে কম দিয়ে প্রতারণা করে এবং ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করে, তাদের বিরুদ্ধে ভোক্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।