মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:৩০ পূর্বাহ্ন
হেলাল শেখ :
২৪ নভেম্বর, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৭১৮ টি মামলায় ২৯,১৩,৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৯ টি গাড়ি ডাম্পিং ও ৫৭২ টি গাড়ি রেকার করেছে বলে পুলিশ জানিয়েছেন।
জানা গেছে, সাভার জোন এর ট্রাফিক পুলিশের দালালের মাধ্যমে মাসিক চাঁদা (মান-ফি) নেয়ায় সরকারের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে বলে অনেকেরই মন্তব্য ও অভিমত। পুলিশ সদস্য যে কোনো রোডে গাড়ির কাগজ দেখতে চাইলে লাইসেন্সবিহীন গাড়ির চালকরা বলেন, মান-ফি আছে, টি আই বা অন্য কোনো ট্রাফিক পুলিশ অফিসারের নাম্বারে মোবাইলে ফোন ধরিয়ে দেয়া হয়। এ ভাবেই মামলা ছাড়াই বিভিন্ন অবৈধ গাড়ি চলছে।
বিশেষ করে উক্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৯৫ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহারকরার জন্য ০৫টি, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ০৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
ট্রাফিক সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৫৬ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮৬টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২১টি মামলা দেওয়া হয়।
জানা গেছে, ২৩ নভেম্বর, ২০১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিত ভাবে রাজধানীতে পরিচালনা করা হয় বলে জানান, সংশ্লিষ্ট পুলিশ অফিসার।
তুলনামূলক ভাবে সাভারে বেশিরভাগ গাড়ি অবৈধ ও লাইসেন্সবিহীন বলে জানান অনেকেই। এ যেন দেখার কেউ নেই।