মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
আরিফ রববানীঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনে জোট প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা, সাবেক সদস্য,জনপ্রিয় রাজনীতিবিদ দেলোয়ার হোসেন খান দুলু। নানান সমীকরণ ও জনপ্রিয়তার ক্ষেত্রে মনোনয়ন দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলে দলীয় সুত্রে জানা গেছে। গত ২০০১ সালে আওয়ামীলীগের নৌকা ও জাতীয় পার্টির লাঙ্গলকে বিপুল ভোটে পরাজিত করে তিনি ময়মনসিংহ-৪ আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন। সদর আসনের উন্নয়নের সাবেক রুপকার হিসাবেও তিনি সদরবাসীর মাঝে আজো আলোচিত একটি নাম।
ময়মনসিংহ সদরের উন্নয়ন ও বৃহৎ বেকার সমস্যা লাঘব করার প্রত্যয়ে কাজ করেছেন প্রতিনিয়ত। সদর সদর উপজেলাকে বেকার মুক্ত, মাদক মুক্ত করার প্রত্যয়ে কাজ করে ব্যাপক ভুমিকা পালন করেছেন তিনি। ছোট বড় তরুন-যুবক দল মত নির্বীশেষে সকলের প্রিয় মানুষ হিসেবে আজো তিনি সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন। এবার আসন্ন নির্বাচনে ময়মনসিংহ সদরের গুরুত্ত্বপুর্ণ আসনটি বিএনপির দখলে নিতে তিনিই একমাত্র হেভিওয়েট প্রার্থী যার প্রার্থীতায় দলীয় ভোট ব্যাংকের পাশাপাশি সাধারণ ভোট ব্যাংক অক্ষুন্ন থাকবে। আসন্ন নির্বাচনী ইশতেহারে বিভাগীয় ময়মনসিংহের প্রধান এই নগরীতে আধুনিক শিল্প কারখানা স্থাপন করা । গার্মেন্টস শিল্পের মাধ্যমে এলাকার যুবসমাজকে কর্মমুখী করা। সুস্থ দেহ সুন্দর মন এই সামনে রেখে এলাকায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। বিনামূল্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা পাশাপাশি সব ধর্মের লোক দেশ ও ধর্ম পালনের সুবিধার্থে এলাকায় মসজিদ-মন্দির উপাসনালয় নির্মাণ করা এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে সরকারি ভাতা বন্টন করা গরিব দুঃখী মানুষের মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা নেওয়াসহ ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত শিক্ষিত স্বনির্ভর দেশকে গড়ার লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াসহ গুরুত্বপুর্ণ বিষয়।
মনোনয়ন পেলে সকল ষড়যন্ত্রের জাল ছিঁড়ে এই আসনটি দলকে উপহার দেবেন বলে জানান জনপ্রিয় এই নেতা ।