বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৫৩ অপরাহ্ন
আরিফ রববানীঃ
ময়মনসিংহ-৪ আসনে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সাধারন জনসাধারণের আস্থাভাজন প্রার্থী হিসাবে জেলা আওয়ামীলীগের সদস্য,স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ কে দেখতে চায়। এমন ই গুঞ্জন শোনা যায়-উপজেলার প্রতিটি গলির মোড়,জনবহুল পয়েন্ট থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত একই আলোচনা সবার মুখে মুখে এবার ময়মনসিংহ-৪ আসনের জন্য ডাঃ আজিজই যোগ্য প্রার্থী।তিনিই হবে ময়মনসিংহ-৪ আসনের নৌকার যোগ্য কান্ডারী।
বর্তমানে ময়মনসিংহ-৪ আসনে আওয়ামীলীগ কয়েক টি ভাগে ভাগ হয়ে যার যার অবস্থানে থেকে দলী ও নমিনেশন ফরম ক্রয় করেছেন।
তবে এদের ভিতর কে দল থেকে নমিনেশন পাচ্ছেন তা কেবলমাত্র জননেত্রী শেখ হাসিনাই বলতে পারেন। আর এটাও সত্য যে আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-৪আসনে এবার দলীয় মনোনয়ন না দেওয়া হলে সদর তথা সারা জেলায় আওয়ামীলীগের ধ্বংশ অনিবার্য। কারন দলীয় নেতাকর্মী নেতৃত্বশুন্য হয়ে মল্যায়ন বঞ্চিত হয়ে পড়েছেন। এর মাঝে বাধা হয়ে দাড়িয়েছে জাতীয়পার্টি বা মহাজোট। অনেকের ধারণা-এই আসনে মহাজোট থেকে জাপা থেকে মনোনয়ন দেওয়া হবে। এদিকে জাপার বর্তমান সাংসদ জনবিচ্ছিন হওয়ায় আসনটি মহজোটের হাতছাড়া হওয়ার আশঙ্কা শতভাগ। তাই আসনটিতে এবার আওয়ামীলীগের নৌকা প্রতীক চায় তৃর্ণমুল নেতাকর্মী ও সাধারন জনতা। সাধারন মানুষের প্রানের দাবী একজন সৎ যোগ্য, জন বান্ধব নেতা নির্বাচিত হোক ময়মনসিংহ-৪ আসনে এটাই সকলের কামনা। সদরের রাজনীতিবিদ ও সাধারন ভোটাদের মতে ডাঃ আজিজই এবার যোগ্য প্রার্থী তিনি একজন ডাঃ হিসাবে সাধারন জনতার কাছে অতি জনপ্রিয়। প্রধান মন্ত্রীর খুব কাছের মানুষ তিনি। সব দিক হিসেব নিকাশ করে সাধারণ মানুষ যারা আওয়ামীলীগ কে ভালোবাসেন তাদের বিশ্বাস ময়মনসিংহ-৪ আসনে এবার ডাঃ আজিজ হবেন প্রধান মন্ত্রীর মনোনিত প্রার্থী।
তিনি দীর্ঘদিন যাবৎ সাধারন মানুষের খোজ -খবর নেওয়াসহ তাদের মাঝ সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেছেন। তাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হলে নৌকার বিজয়ের মাধ্যমে আসনটি মহাজোটকে উপহার দিতে পারবেন বলে শতভাগ আশাবাদী সদরের জনতা।।