বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৫৯ অপরাহ্ন
আরিফ রববানীঃ
ময়মনসিংহ নগরীর আন্ডারপাস ড্রেনের কাজ করার সময় মেইন গ্যাস পাইপ ফেটে যাওয়ায় শহরে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও পুলিশ সহ আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছেন। রোববার বিকেলে সিটি কর্পোরেশনের মহারাজা রোড ও কালিবাড়ী রোডে মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, বিকেলে নগরীর মহারাজা রোড ও কালিবাড়ী রোডের মেইন রোড এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান আন্ডারপাস ড্রেনের কাজ করার সময় রাস্তার পাশে মাটি খুঁড়ছিল। এ সময় অসাবধানতাবশত খনন যন্ত্রের আঘাতে গ্যাসের প্রধান সঞ্চালন লাইনে পাইপ ফেটে যায়। খবর পেয়ে ময়মনসিংহ তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রধান সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।
ময়মনসিংহ তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, ফেটে যাওয়া পাইপের মেরামত কাজ শেষে রাতেই গ্যাস সংযোগ চালু করা হবে।