বুধবার, ২৫ মে ২০২২, ০৮:১০ অপরাহ্ন
আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একের পর এক অপরাধী গ্রেফতার ও আলামত উদ্ধার করছে জেলা গোয়েন্দা পুলিশ। তার সাড়াশী অভিযানে স্বস্থিতে ও নির্ভয়ে পথ চলছে ময়মনসিংহবাসী। সম্প্রতি তার নেতৃত্বাধীন ডিবি পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় দুইশত লিটার চোলাই মদ, ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রঘুরামপুরের মোর্শেদ আলী, রবি, আশিক মিয়া ও মোঃ কাউসার। রবিবার পৃথক মামলায় তাদেরকে গ্রেফতার আদালতে পাঠানো হয়েছে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শনিবার রাতে এসআই আনোয়ার হোসেন, আক্রাম হোসেন, আঃ লতিফ, এএসআই জিন্নাত হাসান মানিক পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় রঘুরামপুর থেকে দুইশত লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মোর্শেদ আলীকে গ্রেফতার করে। এছাড়া নতুন বাজার মোড় থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রবি, কালিবাড়ি এস কে হাসপাতালের সামনে থেকে ১৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশিক মিয়া ও কাউসারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে। ওসি শাহ কামাল আরো বলেন- মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ জন্য তিনি ময়মনসিংহবাসীকে
সচেতন হওয়ার আহবান জানান।