বুধবার, ২৫ মে ২০২২, ০৮:২৫ অপরাহ্ন
আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলার সন্ত্রাস,মাদক,ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নির্মুলের মাধ্যমে জেলার আমজনতার সার্বিক নিরাপত্ত্বার জোড়ধারের অবদানে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরস্কৃত করা হয়েছে । ১৫ নভেম্বর ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক কনফারেন্সে আইন-শৃংখলা রা, অপরাধ দমন, উদ্ধার, ট্রাফিক আইনে জরিমানা আদায়সহ ০৯টি ক্যাটাগরীর মধ্যে ০৪ টি ক্যাটাগরীতে ময়মনসিংহ পুলিশ সুপার শ্রেষ্ঠত্বের এই পুরস্কার অর্জন করেন। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম এর হাতে এ পুরস্কার তুলে দেন।
সভায় এছাড়া রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাকের সিদ্দিকি, রেঞ্জে শ্রেষ্ঠ ডিবির ওসি হিসাবে ময়মনসিংহ ডিবির ওসি পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ পিপিএম এবং শ্রেষ্ট এস আই হিসাবে ময়মনসিংহ জেলার এসআই মোঃ আবদুস সালামকে পুরস্কার সনদপত্র প্রদান করেন। সভায় নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।