মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন
জুয়েল খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ- গত ২৩ শে সেপ্টেম্বর মালদ্বীপ দেশটিতে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামীন আব্দুল গাইয়ুম ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিলেন ! কিন্তু ভাগ্যক্রমে তিনি নির্বাচনে পরাজিত হন ! দেশটিতে মোট জন সংখ্যা আছে প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার ও মোট ভোটার আছে ২ লক্ষ ২৮ হাজার ৩২১ টি, ভোটারদের কাছ থেকে প্রেসিডেন্ট আব্দুল্লাহ্ ইয়ামিন আব্দুল গাইয়ুম পেয়েছেন ৯৫ হাজার ১৯৫ টি ভোট ও বিরোধী দলের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সোলেহ ১ লক্ষ ৩৩ হাজার ১২৬ টি ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেন।
কিন্তু আব্দুল্লাহ ইয়ামীন আব্দুল গাইয়ুম নির্বাচনে হেরে গিয়েও তিনি ক্ষমতা ছাড়তে চাননি তাই তিনি মালদ্বীপের হাইকোর্টে বিরোধী দলের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সোলেহর নামে একটি ভোট কারচুরির মামলা দায়েল করেন কিন্তু হাইকোর্ট মামলাটি প্রত্যাহার করে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামীনকে ক্ষমতা হস্থান্তর করার নির্দেশ দেন ! হাইকোর্টের রায় অনুযায়ী আজকে প্রেসিডেন্ট ইয়ামীন ক্ষমতা ছাড়েন ও ইব্রাহীম মোহাম্মদ সোলেহ শপদ প্রহন করেন !
শপদ প্রহনের দিন বাহিরের ৪৭ টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইব্রাহীম মোহাম্মদ সোলেহ ! মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে ৪৭ টি দেশ থেকে ১৭ টি আমন্ত্রণ গ্রহন করেছেন ! গতকাল ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেদ্র মোদি ও শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারতুঙ্গাও বৃহস্পতিবার মালদ্বীপ এসে পৌঁছান !
আজ বিকেল ৫ টায় শপদ গ্রহনের অনুষ্ঠান শুরু করেন ! সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি ও শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারতুঙ্গা সহ ১৫ টি দেশের বিদেশী রাষ্ট্রদূত , তারা হলেন সৌদি আরব, ফিলিস্তিন, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, জাপান, মরক্কো, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সেচেলস, মরিশাস, এবং সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত।