মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন
হাফিজুর রহমান.স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল॥
শুক্রবার (২৩ নভেম্বর ১৮) বিকাল সাড়ে তিনটায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলায় বিমান বাহিনীর রসুলপুর ফায়ারিং রেঞ্জে এ ঘটনা ঘটে। নিহত পাইলট হলেন-বাংলাদেশ বিমান বাহিনীর উইন্ড কমান্ডার আরিফ হোসেন। ঘটনাস্থল পরিদর্শনে করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
বাংলাদেশ বিমান বাহিনীর বরাত দিয়ে অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং রেঞ্জে মহড়া ছিল।
কিন্তু শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। বিমান বাহিনী,মধুপুর থানা পুলিশ এবং মধুুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ সমাপ্ত করেন।দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছে। তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। যার অংশবিশেষ বনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।