মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ন
আরিফ রববানী
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ডিবি ওসি শাহ কামালের নেতৃত্বে অভিযান চলাকালে ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মোবারক হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি- নিহত মোবারক উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের সদস্য। বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় উক্ত ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি শাহ্ কামাল আকন্দ জানান – নিহত মোবারকের বাড়ি উপজেলার নয়নপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।
এ ব্যাপারে ওসি শাহ কামাল আকন্দ বলেন, উপজেলার নয়নপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে অস্ত্র, গুলি ও ২৫০ গ্রাম হেরোইনসহ মোবারক নামে এক ডাকাতকে আটক করা হয়। পরে ডাকাতদলের সদস্যরা মোবারককে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে কনস্টেবল শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক আহত হন। এ সুযোগে মোবারক দৌড়ে পালানোর সময় দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।