বুধবার, ২৫ মে ২০২২, ০৮:০০ অপরাহ্ন
আরিফ রববানী ঃ
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে শ্রমিক সংগঠন নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৩৬২৭ ময়মনসিংহের ভাবখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
(১৬ই নভেম্বর) শুক্রবার বিকালে শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে গঠিত লালদল বনাম সবুজ নামক দুটি দল উক্ত ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহন করে। খেলার শুভ উদ্বোধন করেন টুর্ণামেন্টের প্রধান অতিথি ভাবখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,ভাবখালী বাসীর সর্ব সময়ের কাছের মানুষ, তারুণ্যের প্রতীক, ইউনিয়ন উন্নয়নের রুপকার রমজান আলী।
তিনি নিজেই ফুটবলে সর্ট দিয়ে লালদল – বনাম সবুজ দলের খেলাটি উদ্বোধন করেন ও খেলা উপভোগ করেন । উক্ত খেলায় লালদলকে ৩-০ গোলে পরাজিত করে সবুজ দল বিজয় অর্জন করে ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান রমজান – মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের মাদক মুক্ত দেশ গঠনে সকলশ্রমজীবি মানুষ ও যুব সমাজ কে সহযোগীতার আহবান জানান।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে মহাজোট দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান। নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভাবখালী শাখার সভাপতি উমর ফারুকের সভাপতিত্বে ও ক্রিড়া সম্পাদক জাহাঙ্গীর আলমের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ ভাবখালী ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফ রববানী, নির্মাণ শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার কার্যকরি কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ ফজলুর রহমান,বয়ড়া বটতলা শাখার সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,ভাবখালী শাখার কার্যকরি সভাপতি লিয়াকত আলী,সহ-সভাপতি আঃ হেকিম,কোষাধ্যক্ষ হেলাল উদ্দীন প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্টে স্থানীয় গন্যমান্য ও আওয়ামীলীগ এবং সহযোগী অঙ্গসংগঠন ও সকল পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।