মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ন
আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ লক্ষ হুন্ডির টাকাসহ রাসেল(২১)নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
বুধবার দুপরের সময় সাদিপুর মোড় থেকে তাকে আটক করাহয়।আটক রাসেল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তুরাফ আলীর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান,নিজস্ব গোয়েন্দা বিএসবির নায়েক সুমন মিয়ার মাধ্যমে জানাযায় সাদিপুর সীমান্ত দিয়ে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডি টাকা দিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য সাদিপুর মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সেখানে অভিযান চালিয়ে ১০ লক্ষ হুন্ডির টাকা সহ তাকে আটক করে।
আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।