বুধবার, ১৮ মে ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন
হেলাল শেখ
রাজধানীর নয়া পল্টনে বিনা উস্কানিতে পুলিশ ও সাংবাদিক/সংবাদ কর্মীদের উপর হামলা করেছে বিএনপি’র নেতা কর্মীরা, জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোর হোসেন। জানা গেছে, রাজধানীর নয়া পল্টন মোড়ে সাংবাদিকএক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ বিষয়ে কমিশনার আনোয়ার হোসেন বলেন, পুলিশ শুধু তাদের রাস্তায় থেকে সরে যেতে বলেছিলেন, যেন যানবাহণ চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু তারা এ কথা না শুনে হঠাৎ বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা করে। পরে বিএনপি’র নেতা কর্মীরা পুলিশের ২টি গাড়ি পুড়িয়ে দেয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, এখন পর্যন্ত পুলিশ ধৈর্য সহকারে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি। এদিকে সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করার সময় হামলাকারীরা সাংবাদিকদের ওপরও হামলা করে বলে কয়েকজন সাংবাদিক জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।