বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৩২ অপরাহ্ন
মংচিন থান, বরগুনা প্রতিনিধি।।
বরগুনা জেলার তালতলী উপজেলা নবাগত উপজেলার নির্বাহী অফিসার দিপায়ন দাস শুভ এর সাথে ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে তালতলী রাখাইন বৌদ্ধ সম্প্রদায় ফুলেন শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী মিঃ খেমংলা তালুকদার, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মিঃ মংচিন থান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ তালতলী উপজেলা শাখার সহ-সভাপতি মিঃ চিনথানমং তালুকদার, তালতলী উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন পুর্নবাসন ও সমন্বয় কমিটি সদস্য মিঃ মংথিনজো তালুকদার, কবিরাজপাড়া শীলসুখ বৌদ্ধ বিহারের সভাপতি মিঃ জোলেন, সওদাগরপাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মিঃ তেনচিন, অংকুজানপাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মিঃ মংমংনান্ট, সমাজ সেবক অংতেন ও চোতেনমং প্রমুখ উপস্থিত ছিলেন। ###
মংচিন থান
বরগুনা তালতলী প্রতিনিধি ।।