বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:২৪ অপরাহ্ন
মংচিন থান, তালতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনা জেলা তালতলী উপজেলার জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে ১৩ নভেম্বর মঙ্গলবার যথাযথ ধর্মীয় মর্যাদায়, বৌদ্ধদের মহাপুন্যময় অনুষ্ঠান দানশ্রেষ্ট, দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল গ্রহন,বৌদ্ধ পূজা, অষ্ট উপকরন সহ সংঘদান, কল্পতরুদান, কঠিন চিবর দান করা হয়।আগাঠাকুরপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের এর সভাপতিত্বে দনোত্তম শুভ কঠিন চিবর দানোৎসবে ধর্মদেশনা দান করেন কক্সবাজার রামু বৌদ্ধ বিহারের ভদন্ত উ পান্দুমা মহাথের ও কক্সবাজার টেকনাফ বৌদ্ধ বিহারের ভদন্ত উ নান্দাচুক্ষা মহাথের।উক্ত ধর্মীয় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন,জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ চুগান্দা মহাথের,বড়বালিয়াতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ পান্ডি মহাথের,কুয়াকাটা কালাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ চোমানান্দা মহাথের,উতেজা ভিক্ষু,উনান্দা ভিক্ষু ও নান্দিয়া শ্রমন প্রমুখ।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে পাঁচশতাধিক নারী-পুরুষ দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।# # #