শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:১৬ অপরাহ্ন
পিরোজপুর জেলা প্রতিনিধি//
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।
গত কাল বুধবার দুপুর ১২ টায় পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে এ মানোনয়ন পত্র জমা দেন।
এ সময় শ ম রেজাউল করিমের সাথে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার, উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট চন্ডিচরণ পাল ও মাষ্টার অমূল্য রঞ্জন হালদার উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেয়ার আগে সকাল ১০টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে এ মানোনয়নপত্র দাখিল করা হয়।