বুধবার, ১৮ মে ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
পিরোজপুর জেলা প্রতিনিধি//
পিরোজপুর – ১ আসনের জন্য ন্যাশনাল পিপলস্ পার্টি’ (এনপিপি)’র দলিও মনোনয়ন ফরম ক্রয় করলেন মেহেদী হাসান রনি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় কার্যালয় থেকে এ নমিনেশন ফরম ক্রয় করেন। মেহেদী হাসান পিরোজপুর নাজিরপুর ও নেছারাবাদের, অসংখ্য নেতাকর্মী, ও সমর্থকদের নিয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম ক্রয় করেন, তিনি ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব বরিশাল জেলা মহানগর সাধারন সম্পাদক।
দলীয় নমিনেশন ফরম উত্তোলন করে তারা ও বিজয় টিভির সাংবাদিকদের কাছে একান্ত সাক্ষাৎকালে মেহেদী হাসা রনি বলেন- জাতীয়তাবাদ, মুক্তি যুদ্ধের চেতনা ও ধর্মিও মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা ন্যাশনাল পিপলস্ পার্টির মূল লক্ষ্য।আমার প্রিয় নেতা জাতীয় নেতা, মরহুম শেখ শওকত হোসেন (নিলুর) আদর্শের ভিত্তিতে বর্তমান পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে, আমার নির্বাচনী এলাকায় পিরোজপুর- ১ আসনের সর্বসাধারণের জীবন- মানের উন্নয়ন ঘটিয়ে, উন্নত,
সমৃদ্ধ ও আলোকিত মডেল পিরোজপুর হিসাবে
গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাওয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য।
তিনি আরো বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে,সাধারন মানুষের পাশে থেকে, জনগনের কল্যানে কাজ করতে চাই এবং পিরোজপুর, নাজিরপুর, ও নেছারাবাদের সকল জনগনকে ন্যাশনাল পিপলস্ পার্টির শুভেচ্ছা জানাচ্ছি তথা আম মার্কার শুভেচ্ছা জানাচ্ছি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ আমা মার্কায় বিজয় সুনিশ্চিত।