শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন
সুমন খান।। স্বরুপকাঠী প্রতিনিধি ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আর্দশের সৈনিক ও মাননীয় প্রধান মন্রী শেখ হাসিন হাতকে শক্তিশালী করার আরাক সৈনিক। সকল জল্পনা আর কল্পনাকে পিছনে ফেলে অবশেষে শেষ হাসি মুখে এ্যাডঃ শ ম রেজাউল করিম। পিরোজপুর সদর ১ আসনে স্বরুপকাঠী ও নাজিরপুর, এক ধরনের ফাইনাল নৌকার টিকিট হাতে এ্যাডঃ শ. ম রেজাউল করিমের নাম আর এ কথা জেলার ত্যাগী নেতা কর্মীদের। হয়তো শতভাগ সত্য কিংবা মিথ্যাও হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।তবে এটা সত্য দলের হাই কমান্তের তালিকায় মাত্র দুদিন আগেও যার নাম সুস্পষ্ট ছিল। আজ বাস্তবতার স্বার্থে পরিবর্তনের হাওয়া বইছে পেক্ষাপট পরিবর্তনের কারনে।
এ ব্যাপারে দলের উচ্চ মহলের চিন্তা চেতনায় দেশের বর্তমান রাজনীতির কথার মাথায় রেখে পিরোজপুর সহ অনেক এলাকায় কিছুটা পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। বি এন পি কিংবা ঐক্য জোটের প্রার্থীর উপর আঃলীগ হিসাব করে আগাচ্ছেন।আর সে কারনে পিরোজপুর সদর ১ আসনে শামীম সাঈদীর নাম চূড়ান্ত হওয়ায় আওয়ামীলীগ সর্বশেষ প্রার্থী বাছাইয়ে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে,
বলে মনে করেন দলের নেতা কর্মীরা। নাম না প্রকাশের শর্তে জেলার এক নেতা বলেন,শতভাগ নিশ্চিত ছিলেন শেখ এ্যানী রহমানের নাম। অথচ কোটি পারছেন চুড়ান্ত ভাবেই পিরোজপুর আসনে প্রার্থীতা পরিবর্তন হচ্ছে। আর এটাও সত্য, এ্যাডঃ শ ম রেজাউল কিংবা বর্তমান এম পি। অর্থাৎ কোন মতে এ আসন হাত ছাড়ার পক্ষে নয় কেন্দ্রীয় নির্বাচন কমিটি।যেহেতু পিরোজপুর আসনে বি এন পি সহ সাঈদী পরিবারের একটা আলাদা ইমেজ রয়েছে। তাছাড়া বিগত বছরের ন্যায় এবারের নির্বাচন এক হবে না।
সর্বপরি দলের হাই কমান্ডের নির্দেশে অবশেষে পিরোজপুর ১ আসনে আওয়ামীলীগের চূড়ান্ত ভাবে একক ভাবে এ্যাডঃ শ ম রেজাউলের নাম শীর্ষে। যদি কোন পরিবর্তন না হয় তাহলে চূডান্ত ভাবে সাদা মনের ও সুরান্ত যোগ্য এ্যাডঃ শ ম রেজাউলের নৌকার টিকিট সময়ের ব্যাপার। আর বিকল্প হলে বর্তমান এম পি উন্নয়নের রুপকার মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল মহদয় হয়তো। তাই দেখা যাক শেষ হাসি কার ভাগ্যে জুটে। আর সে আশায় দলের বিজয় ছিনিয়ে আনতে এ্যাডঃ শ ম রেজাউলের পক্ষে সাধারন নেতা কর্মীরা ঝুকছে সর্বত্র। গত চব্বিশ ঘন্টায় জেলা সহ নাজিরপুর ও নেছারাবাদের স্বরুপকাঠীতে চায়ের দোকান একটি নাম বেশী উচ্চারিত হচ্ছে। আর সেই জনপ্রিয় নামটি হল নাজিরপুরের বাসিন্দা জনপ্রিয় এ্যাডঃ শ ম রেজাউল করিম।