মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন
এম. আনোয়ার নেছারাবাদ প্রতিনিধি //
পিরোজপুর ১ আসনে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ ও সাধারন জনসাধারণের কাছে প্রশ্ন কে হবে নৌকার কান্ডারি শ ম রেজাউল নাকি এ কে এম আউয়াল । এরকম গুঞ্জন সোনা যায় গলির মোর থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবার মুখে মুখে কেউ বলে এবার পিরোজপুর ১ আসনের জন্য শম রেজাউল করিমই যোগ্য প্রার্থী এ আসনের নৌকার কান্ডারী। আবার কেউ বলেন বর্তমান এম পি একে এম আউয়ালের বিকল্প নাই। তিনি হবেন নৌকার কান্ডারি।
বর্তমানে পিরোজপুর ১ আসনে আওয়ামীলীগ কয়েক টি ভাগে ভাগ হয়ে যার যার অবস্থান থেকে আওয়ামীলীগের দলীয় নমিনেশন ফরম ক্রয় করেছেন।এদের ভিতর রয়েছেন বর্তমান এম পি এ কে এম আউয়াল মহোদয়, শেখ পরিবারের এনি রহমাম,সাবেক এম পি অধ্যক্ষ শাহআলম ,বর্তমান এম পির সহোদর মালেক মিয়া, যিনি বর্তমান পিরোজপুর পৌর মেয়র, রয়েছেন ইসহাক আলী খান পান্না, তরুন প্রজন্মের অহংকার সাজ্জাদ সাকিব বাদশা আরো অনেক নেতৃবৃন্দ আছেন যারা সকলেই আওয়ামীলীগের দলীয় নমিনেশন ফরম ক্রয় করেছেন।তবে এদের ভিতর কে দল থেকে নমিনেশন পাচ্ছেন তা কেবল জন নেত্রী শেখ হাসিনাই বলতে পারেন।তবে শেষ মুহুর্তের আলোচনায় শ ম রেজাউল করিম এবং এ কে এম আউয়ালের নাম উঠে আসছে সর্বত্র।
তবে সাধারন মানুষের প্রানের দাবি এদের ভিতর থেকে একজন সৎ যোগ্য, জন বান্ধব নেতা নির্বাচীত হোক পিরোজপুর ১ আসনে জন্য আর এটাই সকলের কামনা।সাধারণ মানুষ হয়তো একটি বেশিই চিন্তা করে, বেশি জল্পনা কল্পনা করে তাদের মতে শ ম রেজাউল ই এবার যোগ্য প্রার্থী। তিনি আইন বিষয়ক সাধারণ সম্পাদক, প্রাধান মন্ত্রীর খুব কাছের মানুষ।
তবে বর্তমান এম পি আউয়াল মহোদয় তার বিচক্ষণতা কর্ম দক্ষতায় পিরোজপুর ১ আসনের পর পর দুবারের মতো এম পি নির্বাচীত হয়েছেন,নাজিরপুর,পিরোজপু, এবং নেছারাবাদে তার ইমেজ সে ধরে রেখেছেন। স্বরূপকাঠী পৌর কৃষক লীগ সভাপতি একে আজাদ অবশ্য একটু অন্য ভাবে দেখছেন তিনি বলেন,পিরোজপুরে ১ আসনে জন্য আউয়ালের বিকল্প নাই, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা বর্তমান প্রেক্ষাপটে বিকল্প চিন্তা করবেন না।তিনি ভালো করেই জানেন পিরোজপুর ১ আসনে বি এন পি, জামাত জোটের সংগে নির্বাচনে জয়ী হতে হলে আউয়ালের বিকল্প নাই।
এদিকে নেছারাবাদ উপজেলা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক নেছারাবাদ উপজেলা শাখা বর্তমান যুবলীগ নেতা,এ কে এম শহিদুল ইসলাম (রিপন) বলেন, আমরা আওয়ামীলীগের সৈনিক।জাতির জনকের আদর্শ নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ ম রেজাউল করিমের হাত ধরেই পিরোজপুর ১ আসনের বীজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন সব ভেদাভেদ ভুলে গিয়ে ছাত্র লীগ, যুবলীগ,আওয়ামীলীগ, সকল ভাই কাধে কাদ মিলিয়ে পিরোজপুর১ আসনে নৌকার বীজয় সুনিশ্চিত করবো।
অবশ্য পিরোজপুর ১ আসমের সাধারণ মানুষ সব দিক হিসেব নিকাশ করে বলেন, যারা আওয়ামীলীগ কে ভালোবাসেন তাদের বিশ্বাস পিরোজপুর১ আসনে একজন সৎ যোগ্য, জন বান্ধব নেতা নির্বাচীত হোক এটাই সকলের কামনা।