মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৫৬ পূর্বাহ্ন
এম. আনোয়ার পিরোজপুর জেলা//
সকল জল্পনা কল্পনার দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ আওয়ামীলীগ থেকে পিরোজপুরের ১ আসনে দলীয় মনোনয়ন পেলেন আইন বিষয়ক সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট শ ম রেজাউল করিম।তিনি ইতি পূর্বেই পিরোজপুর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতৃ বৃন্দ ও সাধারন জনসাধারণের আস্থা অর্জন করেছেন।তিনি নমিনেশন পাওয়াতে নেছারাবাদে আনন্দ মিছিলকরে ও দলীয় সমর্থকদের আনন্দে মিষ্টি বিতরন করেন।
পিরোজপুর ১ আসনে আওয়ামীলীগ কয়েকটি ভাগে হয়ে যার যার অবস্থান থেকে দলিও নমিনেশন ফরম ক্রয় করেছিলেন। এম পি এ কে এম আউয়াল মহোদয়, এনি রহমামন,সাবেক এম পি অধ্যক্ষ শাহআলম ,বর্তমান এম পির সহোদর হাবিবুর মালেক,ইসহাক আলী খান পান্না,আরো অনেক নেতৃবৃন্দ আছেন যারা সকলেই আওয়ামীলীগের দলিও নমিনেশন ফরম ক্রয় করেছিলেন।তবে এদের ভিতর থেকে দল থেকে নমিনেশন পেয়েছেন। এ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
এদিকে শ ম রেজাউল করিম নমিনেশন পাওয়াতে নেছারাবাদ, নাজিরপুর,এবং পিরোজপুর সদরে নেতা কর্মিদের মধ্যে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে। স্বরূপকাঠী পৌর প্যানেল মেয়র বাবু সঞ্জয়দত্ত রতন তিনি বলেন আমি শ ম রেজাউল কে নমিনেশন দেয়াতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি,আমি মনে করি তিনি নমিনেশন পাওয়াতে পিরোজপুরের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।আমরা দল মত সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল আওয়ামীলীলীগ,
যুবলীগ, সকলে মিলে নৌকা মার্কার জন্য কাজ করতে হবে।তাহলেই নৌকার জয় সুনিশ্চিত।