মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
মহিউদ্দীন চৌধুরী,নিজস্ব প্রতিনিধি।।
গতলাল পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিংগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণীর ছাএছাএীদের বিদায় সংবর্ধনা ২০১৮ ইং বিদ্যালয় পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি, রাজনীতিবিদ,শিক্ষানুরাগী এম নূরুল হুদা খান এর সভাপতিত্বে অনুস্টিত হয়।এতে উপস্হিত ছিলেন, রুপশ্রী চক্রবর্তী, এম আবদুর রহমান খান,শওকত আলী লিটন,মীর জাকের আহমদ,বুধপুরা পিংগলা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সাজিয়া বেগম ও সুপ্রীতি দে।এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম নুরুল হুদা খান বলেন,সুশিক্ষাই জাতির মেরুদন্ড।এর প্রথম সোপান হচ্ছে প্রাইমারী লেবেল।আর এ লেবেল থেকে শুরু হয় উচ্চ শিক্ষার সোপান।আর যে ছাএছাএী এ প্লাস পাবে তাদেরকে পরিচালনা কমিটির পক্ষ হতে পুরুস্কৃত করাহবে।তাদের মংগল কামনা করে গত বারের মত শতভাগ পাশ কামনা করে বক্তব্য শেষ করেন।এতে সভাপরিচালনা করেন সহ-সভাপতি এম আবদুর রহমান খান।