মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকা মার্কায় মনোনয়ন পেলেন এস এম শাহজাদা।
আজ সকাল ১০টার দিকে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন চিঠি সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন চিঠি পেয়ে এস এম শাহজাদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করলাম।
আলহামদুলিল্লাহ্। সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনায় আমার এলাকার প্রিয় নেতাকর্মী ভাইবোনদের পরিশ্রমের ফসল এ মনোনয়ন। আমি সবার কাছে কৃতজ্ঞ।
গলাচিপা-দশমিনা সব প্রাণপ্রিয় সম্মানিত এলাকাবাসী এবং আমার নেতাকর্মী ভাইবোনসহ সবার প্রতি আমার বিনীত আহ্বান। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌকা প্রতীককে জয়যুক্ত করি।