বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি ::
পটুয়াখালী বাউফলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বাউফল উপজেলা যুবলীগ।
মঙ্গলবার (১৩ নভেম্বর) , সকাল ১১টার দিকে বাউফল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় (জনতা ভবন) এ কেক কাটেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার , বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহ-জাহান সিরাজ ও সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেক কাটার পর দলীয় কার্যালয় থেকে এক বিশাল আনন্দ র্যালী বের করা হয়। র্যালীতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ২ হাজার যুবলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা সংলগ্ন ইলিশ চত্ত্বরে এসে পথসভায় মিলিত হয়। সভায় যুবলীগ সভাপতি শাহ-জাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবদুল মোতালেব হাওলাদার। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন বাচ্চু, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুন আর রশিদ খাঁন, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন বাবর, বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত খাঁন সানা ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিয়াজ সিকদার প্রমূখ।
সভা পরিচালনা করেন বাউফল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাউফল পৌর যুবলীগের সভাপতি মামুন খাঁন, বাউফল উপজেলা ছাত্রলীগের (একাংশ) সভাপতি মাহশুদ হাসান রুবেল, সাধারন সম্পাদক সামসুল কবির নিশাত, পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর এর জাতীয় নির্বাচনে দলমত নির্বেশেষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন।