বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৫৯ অপরাহ্ন
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি।।
আসছে শৈব সংঘের সব চেয়ে বড় অনুষ্টান শিবচতুর্দশী উৎসব। তাই গত ৯ই নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টায় শৈব সংঘের মন্দির কমিটির সভাপতি প্রবীর চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক রনি চৌধুরীর উপস্থাপনায় এক সভা অনুষ্টিত হয়। সভায় অর্থ সম্পাদক যীশু চৌধুরী গত বছরেরর শিব চতুদর্শী উৎসবের হিসাব প্রেস করেন। শিবচতুর্দশী উৎসব কমিটি ৩ বছর হওয়ায় বিলুপ্ত ঘোষনা করে, নতুন করে কমিটি গঠন করা হয়। এছাড়া অনুষ্টান সুন্দর করার বিষয় নিয়ে আলোচনা হয়। সবার সম্মতিক্রমে ২০১৯ সালের শিবচতুর্দশী মহোৎসব কমিঠি ঘোষনা করা হয়।