মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ন
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি : পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা গত শুক্রবার পটিয়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ হাসেম চেয়ারম্যান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সহ-সভাপতি নুরুল আবসার তালুকদার, আবু সাদাত মোহাম্মদ সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন, নজরুল ইসলাম টিপু, জসিম উদ্দিন আমিরী, আরফাতুল ইসলাম ইমরান, মোহাম্মদ হাসেম, ইকবাল চৌধুরী রাসেল, শফিউল আজম, মোহাম্মদ ফারুক, কপিল উদ্দিন রুজেল, নাজিমুল ইসলাম টিংকু, জালাল উদ্দিন, জামাল উদ্দিন আকবর, মনজুর মোরশেদ, শওকত ওসমান মনির, রতন কুমার দে, সেবাব্রত বড়ুয়া বাবু, শহীদুল ইসলাম খোকন, যাদব সর্দার, উজ্জ্বল দেব, ফজলুল আজম সজীব, প্রদ্যুৎ বড়ুয়া, মোহাম্মদ সাইফু, মামুনুর রশিদ, নিকাশ কান্তি বড়ুয়া, মোহাম্মদ বাবলু সহ জেলা উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র জোবায়ের বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে দেশব্যাপী যে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করেছে, তা বিগত সময়ে কোন সরকার করেনি। দৃশ্যমান উন্নয়ন রাস্তা-ঘাট, বড় বড় ব্রীজ, কালবার্ট, কমিউনিটি ক্লিনিক, সোলার বাতি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ভবন ছাড়াও বয়স্ক ভাতা, বিধাব ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই, উপবৃত্তি, ভিজিএফর চাউল, ১০ টাকার চাউল এগুলো শেখ হাসিনার সরকার চালু করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত সকল সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে ও নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।