মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি।।
চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে আওয়ামীলীগের ৩য় বারের মতো আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপির নৌকা প্রতীক মনোনয়ন নিশ্চিত করায় পটিয়ার খরনায় উপজেলা আ’লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মুজাফ্ফরাবাদ এনজে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন গোলাম সরোয়ার চৌধুরী মুরাদের উদ্যেগে গতকাল সোমবার বিকেলে খরনা রেলওয়ে ষ্টেশন চত্বরে জনগনের মাঝে ১ মন মিষ্টান্ন বিতরণ ও মিষ্টি মুখ করানো হয়। এতে শত শত স্থানীয় জনসাধারণ আনন্দ, উল্লাস প্রকাশ করতে দেখা যায়। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, খরনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান, খরনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাছির, উপজেলা আ’লীগ নেতা মফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাতুল বশর চৌধুরী, আ’লীগ নেতা নরেণ রায়, আবদুল নবী, বিপ্লব চৌধুরী, লাখী দাশ মেম্বার, খরনা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আবছার, নারায়ন সরকার, সুভাষ বিশ্বাস সুকান্ত, মিটন চৌধুরী, মিটুন চৌধুরী, করিম মেম্বার, মফিজ মেম্বার, মোহাম্মদ লেয়াকত, বাবুল ঘোষ, শ্রমিক নেতা মোহাম্মদ ইছহাক, মাষ্টার মানিক কর, খরনা ছাত্রলীগ সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, সুকান্ত চৌধুরী সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মুরাদ চৌধুরী বলেন, পটিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপির বিকল্প নেই। তিনি গত ১০ বছরে পটিয়ার যে উন্নয়ন করেছেন, স্বাধীনতার পরে পটিয়ার আর কোনো এমপি সেরকম উন্নয়ন করে দেখাতে পারেনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে সামশুল হক চৌধুরী বিজয় নিশ্চিত করতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে।