মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
মোঃ বাবুল হোসাইন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। রবিবার (২৫ নভেম্বর) দুপুরে সাবেক সাংসদ মজাহারুল হক প্রধানকে পঞ্চগড়-১ আসনে নৌকার প্রার্থী মনোনীত করে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি দেয়া হয়।
পঞ্চগড়-১ আসনে রেকর্ড পরিমান মনোনয়ন ফরম বিক্রিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫-১০ বছরে নেতৃত্ব শূন্য হিসেবে দেখেছেন। প্রার্থীদের শেষ কয়েকটা দিন ছিল প্রতীক্ষার। অঘটন না ঘটে আজ শেষ হচ্ছে তারও। নৌকার প্রার্থী চুরান্তের খবর পেয়ে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায়। আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ অব্যহত চলছে। মজাহারুল হক প্রধানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের ভোটাররা। এদিকে সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানকে গত নির্বাচনে কেন্দ্রের নির্দেশকে তিনি অমান্য করেননি অনেকের মতে তিনি আওয়ামীলীগের একজন পরীক্ষীত সৈনিক ছিলেন। মজাহারুল হক প্রধান আসলেই ব্যাক্তি হিসেবে মাটি ও মানুষের নেতা।