শুক্রবার, ২০ মে ২০২২, ০৩:৫৩ অপরাহ্ন
রফিকুল ইসলাম সুমন (সেনবাগ-নোয়াখালী )
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক ) আসনে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৭ জন এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৩ জন সহ মোট ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রির্টানিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের কার্যালয়ে স্হানীয় সাংসদ ও আওয়ামীলীগ দলীয় প্রার্থী মোরশেদ আলম, বিএনপির প্রার্থী সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী উপজেলা সভাপতি হাসান মন্জুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান, বাংলাদেশ মুসলিমলীগের প্রার্থী হাছিবুল হাছান ও বাংলাদেশ জাতীয় পার্টির মো: মমিন উল্যা সহ ৭(সাত) জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় নোয়াখালী -২ নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং অফিসার শতরুপা তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার শাহেদা আক্তার, সেনবাগ থানার ওসি মো: মিজানুর রহমান সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্হিত ছিলেন।এছাড়া ও নোয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক, বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সহ সর্বমোট ১০ জন উক্ত আসনটিতে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।