শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৪১ অপরাহ্ন
আরিফ রববানীঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতায় ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থীতায় দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন ময়মনসিংহ মহানগর কৃষক শ্রমিক জনতালীগ ও ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, তরুন রাজনীতিবিদ ও সমাজ সেবক এ কে এম উজ্জ্বল খান।
১৫ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মতিঝিল দলের প্রধান কার্যালয়ে, দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক , যুগ্ন-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন্নবী সোহেল এর উপস্থিতে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টার্স প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আবুল বারী সহ দলের নেতৃবৃন্দরা এসময় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে উপস্থিত ছিলেন।