বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৩৫ অপরাহ্ন
মোঃ আব্দুর রহিম বাবলু :-
কুমিল্লা নাঙ্গলকোটে গতকাল ২৫ নবেম্বর রবিবার “সমবায় ভিত্তিক সমাজ গড়ি,টেকসই উন্নয়ন নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উপলক্ষে সমবায়ী ও উপজেলা সমবায় কার্যালয় নাঙ্গলকোট এর আয়োজনে উপজেলা মিলনায়তনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা কেফায়েত উল্যাহ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়ক শাহাদাত হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজালাল, নারায়ণ বাতুয়া সমবায় সমিতির সভাপতি ওমর ফারুক ও প্রত্যাশা সমবায় সমিতির সভাপতি ইব্রাহীম ভুঁইয়া প্রমূখ।