বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৪২ অপরাহ্ন
মাহফুজ রহমান পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ আজ ১৮ নভেম্বর প্রথম দিন রোববার বেলা ১০.৩০ মিনিটে থেকে শুরু হয়েছে ইংরেজি বিষয়ের পরীক্ষা। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানিয়েছে, পরীক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কেউই মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
কেবল জরুরি প্রয়োজনে অফিস কক্ষে সীমিত ব্যবহারের জন্য কেন্দ্র সচিব মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
তবে পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ ও পরীক্ষা কক্ষে বিতরণ শেষ না হওয়া পর্যন্ত তাকেও মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
এবার নওগাঁর পত্নীতলা ৫নং মাটিন্দর ইউনিয়নের বিভিন্ন স্কুলের ক্ষুদ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী সহ পরীক্ষা দিচ্ছেন ৭ টি স্কুল প্রতিষ্ঠান মিলে শিবপুর কেন্দ্র বিদ্যালয়ে প্রাথমিকও ইবতেদায়ী পরিক্ষা অনুষ্ঠিত হয় নওগাঁর পত্নীতলার শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল প্রতিষ্ঠানে স্কুল ও মাদ্রারাসার পরিক্ষার্থীর পতিষ্ঠানের নাম গুলো হল-
শিবপুর , মটিন্দর, বামইল, খাপুর, পার্বর্তীপুর , মেহেরুল, হাজরাপুকুপুর, শাশইল, মুক্তিযোদ্ধা সৃতি কিন্ডার গার্ডেন, মহানন্দপুর শিশু শিক্ষা কেন্দ্র, মাটিন্দর শিশু শিক্ষা কেন্দ্র, সিংহন্দী উত্তর ব্যাক স্কুল, সিধুয়া, সিংহন্দী উত্তর ব্যাক স্কুল, সিংহন্দী দক্ষিন ব্যাক স্কুল, সোনাপুর, বোয়ালী ওয়ারী ইসলামিয়া দাখিল মাদ্রারাসা,বামইল ইসলামিয়া দাখিল মাদ্রারাসা, সুরহট্রি শাহ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রারাসা, সহ মোট ৩৩৫জন ছাত্র/ছাত্রী সহ পরিক্ষা দিচ্ছেন।
এ পরীক্ষায় গত ২০১৭ সালে মোট ৪০০জন ছাত্র/ছাত্রী পরিক্ষিকায় অংশ নিয়েছিল। সে হিসেবে এবার ২০১৮ সালে ৩৩৫ এর মধ্যে পরীক্ষার্থী কমেছে ৬৫ জন। ২০১৬ সালে ৪৩০ জন পঞ্চমের সমাপনীতে বসেছিল।
প্রাথমিক সমাপনীতে বিভিন্ন প্রাইমারী ও ইবতেদায়ীতে ৩৩৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, তাদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানান এ বিদ্যালয়ের হল সচিব
নওগাঁ পত্নীতলার ৫নং মাটিন্দর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ীর স্কুলে সকল ছাত্র/ছাত্রী সুষ্ঠ -সুন্দরভাবে পরিক্ষা দিচ্ছে তারা। এসময় বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে জানা যায় এবার পরিক্ষায় কোন অসদুপায়ল্বন করা হয়নি। খুব সুষ্ঠ ও সুন্দরভাবে পরিক্ষা পরিচালনা হচ্ছে ।সে সময় পরিক্ষার কক্ষে পরিক্ষা পরির্দশন করেন ভারপ্রাপ্ত কেন্দ্র হল সচিব হোসনে জাহান, এ সময় উপস্থিত ছিলেন হল সহকারী হল সুপার মোসাঃ হোসনে জাহান।