মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন
রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ,সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে এলাকায় সাধারণ ভোটার দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। ইতিমধ্যে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কাছে বিপদের বন্ধু ও উন্নয়নের রুপকার হিসেবে পরিচিতি লাভ করেছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ ।
গোবিন্দগঞ্জ উপজেলার যোগ্য নেতৃত্বের প্রধান কারিগর হচ্ছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ । তার আমলে সরকারে ডিজিটাল বাস্তবায়নের লক্ষে উপজেলা ৪তলা পরিষদ ভবণ নির্মান সম্পন্ন করা হয়েছে ১টি,হলরুম করা হয়েছে ১টি,নির্বাচন অফিস ভবণ নির্মান সম্পন্ন করা হয়েছে ১টি,মাধ্যমিক শিক্ষা ভবণ নির্মান সম্পন্ন করা হয়েছে ১টি,কৃষি ভবণ নির্মাণ সম্পন্ন করা হয়েছে ১টি,রেজিষ্ট্রি অফিস ভবণ নির্মান সম্পন্ন করা হয়েছে ১টি,একটি বাড়ি একটি খামার এর ভবণ নির্মান সম্পন্ন করা হয়েছে ১টি,এবং পশু হাসপাতাল ভবণ নির্মান সম্পন্ন করা হয়েছে ১টি। এ ছারাও কাটাখালি মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ সংস্কার করা হয়েছে।
গ্রাম গঞ্জের খেটে খাওয়া মানুষের চলাচলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় সেতু নির্মান সম্পন্ন করা হয়েছে উপজেলায় মোট ১০৮টি, এবং ফ্লাড সেন্টার নির্মান করা হয়েছে ৩টি,আশ্রয়ন পল্লী নির্মান হরা হয়েছে ৯টি ও পুনর্বাসন ব্যবস্থা করা হয়েছে ৪৪০টি পরিবারকে। গ্রামীন কাচা রাস্তা উন্নয়ন করা হয়েছে ৩২৫টি এবং গরীব আসহায় দূস্থ মানুষের ৬০০ পরিবারের মাছে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।
গ্রাম এলাকার শিক্ষার মান উন্নয়নে লক্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ভবণ নির্মান সম্পন্ন করা হয়েছে ১২টি এবং নতুন আরো ২৪টি অনুমোদন দিয়েছে এই উন্নয়নের সরকার ।মাদ্রসা শিক্ষার ভবণ নির্মান সম্পন্ন হরা হয়েছে ৪টি এবং আরো ৮টি নতুন অনুমোদন হিয়েছে এই সরকার । কলেজ ভবণ নির্মান সম্পন্ন হরা হয়েছে ৯টি আরো ২টি অনুমোদনে চলমান আছে।এবং নির্মান চলমান আছে আরো ১টি এছারাও সরকারের উন্নয়ন ঘুশিত একটি টেকনিক্যাল কলেজ এন্ড স্কুল নির্মানের উদ্বোধণ করা হয়েছে বর্তমানে কাজ চলমান আছে।