মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলের চলতি মৌসুমে চিনি উৎপাদনের জন্য আখ মাড়াই শুরু হয়েছে। ডোঙায় আখ ফেলে ৬১তম মাড়াই মৌসুমের উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কর্তৃপক্ষ মিল চত্ত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এ সময় পৌর মেয়র জনাব শাহ নেওয়াজ শাহানশাহ।
জানাগেছে, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলটি ২০১৮-১৯ অর্থ বছরের আখ মাড়াই শুরু হলো। জিল বাংলা সুগার মিলের ২৯টি আখ ক্রয় কেন্দ্র রয়েছে। মিলের আখ মাড়াই ক্ষমতা ১ হাজার ১৬ মেঃটন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রায় ১০হাজার ১শ ৫০ মেঃ টন রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো মিলের সর্বোচ্চ সংখ্যক আখ চাষী মিলে আখ প্রদান করবেন। মিল কর্তৃপক্ষের ধারণা এবার তারা লাভের মুখ দেখবেন। এ সময় মিলের সব কর্মকর্তা ও কর্মচারী, সিবিএ নেতা ও আখচাষীরা উপস্থিত ছিলেন। এবারও মিলের প্রায় সাড়ে ৩শ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আখমাড়াই শুরু হলো।