শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৫২ অপরাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
দুই হাত না থাকলেও থেমে নেই সিয়ামের পড়াশুনা। পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের দিনমজুর জিন্নাহর ছেলে সিয়াম। তিন ভাইবোনের মধ্যে সিয়াম সবার ছোট। হাতবিহীন অবস্থায় জন্ম গ্রহণ করেও থেমে নেই তার পড়ালেখা ও খেলাধুলা। এ বছর উদনাপাড়া ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে সিয়াম। স্থানীয় মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অন্যান্য পরীক্ষার্থীদের সাথে বাম পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে হাতবিহীন সিয়াম।
অদম্য শিশু সিয়াম জানায়, দুই হাত না থাকলেও কোনো সমস্যা হয় না। পা দিয়ে লিখে লিখে অভ্যাস হয়েছে। অভ্যাসের কারণে সব কাজ নিজেই করতে পারি। লেখাপড়া করে সরকারি বড় কর্মকর্তা হয়ে দেশের সেবা করতে চাই।
সিয়ামের মা জোসনা বেগম জানান, লেখাপড়ার জন্য সিয়ামকে কখনো বলতে হয় না। নিজের ইচ্ছায় সব সময় পড়ালেখা করে। কিছু কিছু কাজ ছাড়া সব কাজ নিজেই করতে পারে। সাঁতারকাটা ও খেলাধুলা করতেও কোন সমস্যা হয় না তার। অভাবের সংসারে ছেলেকে ভালো কিছু খাওয়াতে-পড়াতে পারি না। সিয়ামের নামে একটা প্রতিবন্ধী কার্ড আছে। সেই প্রতিবন্ধী ভাতার টাকায় কোন রকমে লেখাপড়া চলছে। কিছু দিন আগে অভাবের জন্য লেখাপড়া বন্ধ হয়ে ছিল। ছেলের পড়ালেখা চালাতে সহায়তা চান সিয়ামের অসহায় মা জোসনা।
উদনাপাড়া ব্র্যাক শিশু নিকেতনের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা জানান, সিয়াম প্রথম শ্রেণি থেকেই তার স্কুলে পড়ালেখা করছে। স্কুলের বেতন দিতে না পারায় মাঝপথে তার পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছিল। পরে স্কুল কর্তৃপক্ষ বেতন মওকুফ করে দিয়েছে। পড়ালেখার পাশাপাশি সে খেলাধুলাও পারদর্শী। অন্যান্য শিক্ষার্থীর চেয়ে মেধাও ভালো তার।
এলাকাবাসী জানান, ইচ্ছা আর মনোবল নিয়ে হাতবিহীন জীবন সংগ্রামী শিশু সিয়াম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দরিদ্র পরিবারে জন্ম হলেও হাতবিহীন শিশুটির চোখে-মুখে বিন্দুমাত্র হতাশার ছাপ নেই।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খোঁজ নিয়ে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।