শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৩৬ অপরাহ্ন
রফিকুল ইসলাম সুমন( নোয়াখালী)
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার সোহানবাগে আবদুর রহিম নামের এক বাংলাদেশী ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও গুলিকরে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। বৃৃহস্পতিবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাবার পথে এ ঘটনা ঘটে। নিহত রহিম নোয়াখালী সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর পুত্র। তার অপর দুই ভাই সহ রহিম সাত বছর ধরে সোহানবাগে ব্যবসা করে আসছিলো।
নিহতের আত্বীয় আশ্রাফুজ্জান শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর শোনার পর থেকে ওই পরিবার সহ পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম। ব্যবসায়ী রহিমের লাশ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা সেনবাগ সহ বাংলাদেশী কয়েকশত প্রবাসীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করার ঘটনা ঘটিয়েছে।