শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৩২ অপরাহ্ন
এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে নৌকার মাঝি হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে মনোনয়ন প্রদানের দাবীতে যৌথ সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠন সমূহ। পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মাহাবুব জামান জ্যাম, উপজেলা যুবলীগ সম্পাদক নুরে আলম সিদ্দিক দুলাল, সন্তান কমান্ডের আহবায়ক নুরন্নবী চঞ্চল, ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন, যুগ্ন সাধারণ সম্পাদক মাউদী হাসান সুমন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে একই দাবীতে প্রেসক্লাবের সামন মানববন্ধন অনুষ্ঠিত হয়।