মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন
লাবু খন্দকার।।
অঘোষিতমনোনয়নের আনন্দে শোভাযাত্রা ওআচরণ বিধি লঙ্গনের বিরুদ্ধেআজসকালেসখিপুরেইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সমর্থকদের বিক্ষোভ
সমাবেশ পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার সেক্রেটারি জহের গত সোমবার বাসাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কর্মী-সমর্থকরা
মনোনয়ন পাওয়ার খবর বিভিন্ন মাধ্যমে
রীতিমতো ভাইরাল করে।এতে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বয়ে গেছে।তার
প্রতিবাদে মঙলবার সকালে মুখতার
ফোয়ারা চত্বরে বিক্ষুব্ধ জনতার ঢল নামে।
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সমর্থকদের
সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, পুলিশের সাথে সহযোগী হিসাবে শওকত শিকদারের বাহিনীও আতাউল মাহমুদের সমর্থকদের ধাওয়া
করেন।
একটি মহল জানান, সেক্রেটারি জোয়াহের
এর সমর্থকরা তাকে ঘটনা জানানের পর
পুলিশ এসে আতাউল মাহমুদের সমর্থক
দের ধাওয়া করেন।
তাদের অভিযোগ, সংঘর্ষকালীন সাংবাদিক
ছবি উঠাতে গেলে শওকত শিকদারের বাহিণী তাদের দায়িত্ব পালন করতে দেয়নি।জোয়াহেরের গুজব শুনতে চাইনা।
আমরা ইঞ্জিনিয়ার আতাউল ভাইকে এমপি
চাই।
এ ব্যপারে সখিপুর থানার অফিসার্স ইনচার্জ জানান, দু’ পক্ষের সমর্থক
দের মাঝে সংঘর্ষের আশংকায় পুলিশ
মোতায়েন ছিল।
আওয়ামী লীগের সম্ভাব্য মনোনীত প্রার্থী
আতাউল মাহমুদ জানান, কোন প্রত্যাশী
প্রার্থীই মনোনয়নপত্র হাতে না পেয়ে প্রকাশ্যে মিষ্টি বিতরণ, প্রচার চালানো দলের বিধি বর্হিভুত।এজন্য তার প্রতিবাদে
ও আমাকে চেয়ে সাধারণ জনগণ নেত্রীর
কাছে আকুতি জানাতে এসেছিলেন।পুলিশ
ভাইয়েরা সেটা না বুঝে অযথা সাধারণ
জনতা ও আমার সমর্থকদের সাথে অশোভ অাচরণ করেছেন।এটি উচিত হয়নি।