মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪‘শ পিস ইয়াবা বড়িসহ হ্যাপি নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের লাঙ্গলজোড়া এলাকায় সদর থানা পুলিশের এসআই ফয়সাল আহম্মেদের নেতৃত্বে সংগীয় ফোর্স এসআই মাহমুদুল হাসান, এসআই জিকরুল হাসান, এসআই রফিকুল ইসলাম, এসআই সিরাজুল ইসলাম, এসআই মোহাম্মদ আলী, এএসআই জহুরুল ইসলাম, কনষ্টেবল আর্জিনা আক্তার, পুজা ঘোষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের লাঙলজোড়া এলাকার রুবেলের স্ত্রী হ্যাপি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। হ্যাপি ঢাকা থেকে আন্তঃনগর অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনে মাদক নিয়ে আসার আগাম সংবাদ পেয়ে পুলিশ অবস্থান করে। পরে হ্যাপি রিকশা যোগে লাঙ্গলজোড়া যাওয়ার পথে পাওয়ার প্লান্টের সামনে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪‘শ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। চট্টগ্রামের পাহাড়তলীর বাছুমিয়া রোড এলাকার মৃত ছাদেক মিয়ার মেয়ে হ্যাপি। তার স্বামী রুবেলও একজন মাদক ব্যবসায়ী। সে মাদকের মামলায় বর্তমানে জেলে আছে। হ্যাপির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।