বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
জামালপুরে ট্রেনের ধাক্কায় রেল লাইনের উপর বিকল হয়ে থাকা ধানের কুড়া ভর্তি ট্রাক ভেঙ্গে চুরমার হয়েছে। ফলে দীর্ঘসময় বন্ধ থাকার পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে স্টেশন আউটার সিগন্যাল সংলগ্ন শহরতলীর বন্দেরবাড়ি রেল ক্রসিং এ ইঞ্জিন বিকল হয়ে দাড়িয়ে থাকা ধানের কুড়া বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন। এতে ধানের কুড়াসহ ট্রাকটি রেল লাইনের উপর উল্টে পড়ে দুমরে মুচরে যায়। ফলে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, রাত ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকে লোক না থাকায় কেউ আহত হয়নি।