বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:২৫ অপরাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ-সরিষাবাড়ী সড়কে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের পাশে ট্রাক চাপায় আলা উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক সিধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামের মৃত গিয়াস আকন্দের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার মাদারগঞ্জ-সরিষাবাড়ী সড়কে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের পাশে আলাউদ্দিন একটি ভ্যানে বেগুন বিক্রির জন্য শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে যাচ্ছিল। মাদারগঞ্জগামী মাল বোঝাই একটি ট্রাক সাইড দিতে গিয়ে সে সিটকে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে ইউনিয়ন পরিষদে রাখেন। এ ব্যাপারে পরিদর্শক (তদন্ত) জ.ই মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।