মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:১৫ পূর্বাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
জামালপুরের ছনকান্দা ফেরিঘাট এলাকায় ব্রীজের নীচে ২টি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে ট্রাক দু‘টিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ট্রাক দুটির সত্বাধিকারী শাহপুরবন্দের বাড়ি এলাকার রফিকুল ইসলাম জানান, এ আর পরিবহন-১ যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৫৩৯৪৯ এবং এ আর পরিবহন-২ যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৫৩৯৪৮ ট্রাক দুটি প্রতিদিনের মত ফেরিঘাট ব্রীজের নীচে অবস্থান করছিল। রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত ট্রাক দু‘টিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ট্রাকের সামনের অংশের চাকা ও ইঞ্জিনের বেশ কিছু অংশ আগুনে পুড়ে যায়। প্রায় ১৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান রফিকুল। উল্লেখ্য, ট্রাক দু‘টি নিটল টাটা কোং থেকে মাসিক ৫৬ হাজার ৫‘শ টাকা কিস্তিতে ক্রয় করা হয়েছে।