বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:০৭ অপরাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে জামালপুরে ৭ম বারের মত আজ উদযাপিত হচ্ছে ‘হুমায়ূন উৎসব’। হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ উৎসবের অনুষ্ঠান সূচিতে রয়েছে বইমেলা, চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগীতা, র্যাফেল ড্র, কেক কেটে জন্মদিন উদযাপন, মনোজ্ঞ জাদু প্রদর্শণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
হুমায়ূন উৎসব উদযাপন পরিষদ উপদেষ্টা ও জামালপুর জিলা স্কুলের সহকারি শিক্ষক হিশাম আল মহান্নাভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসের ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
উদ্বোধন করেন জেলা আ‘লীগের সভাপতি বিশিষ্ট কবি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, সহযোগী অধ্যাপক আব্দুল হাই আল-হাদী, সহযোগী অধ্যাপক স্বরূপ কাহালী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিক জামান, সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল-মামুন।
জননন্দিত এই লেখক ১৯৪৮ সালের এইদিনে নেত্রকোণার কুতুবপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালের ১৯ জুলাই মরণব্যাধি ক্যান্সারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।