মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:৪০ পূর্বাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর : জামালপুর ও ইসলামপুরের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জামালপুর-২ আসনের জাপা‘র প্রার্থী মোস্তফা আল-মাহমুদ। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট দলীয় মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। জাপা মনোনীত প্রার্থী মোস্তফা আল-মাহমুদ তার বক্তব্যে জামালপুর তথা ইসলামপুরকে পরিবর্তনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি এমপি হতে পারলে জামালপুরের সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। এ সময় উপজেলা জাপা‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপু, আব্দুস সালাম ঘুনু, আনোয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মী এবং জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মোস্তফা আল-মাহমুদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলার কর্মরত সাংবাদিকরা।