মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
জামালপুরের মেলান্দহে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ক্ষর বিক্ষত লাশটি শিয়াল-কুকুরে খেতে দেখে এলাকাবাসি থানায় খবর দেয়। পুলিশ উপজেলার টুপকারচর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসীর ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। মৃতের মুখমন্ডলসহ বিভিন্ন অংশ শিয়াল-কুকুরে ভক্ষণ করেছে। নিহত মহিলার গায়ের রং উজ্জল শ্যামা। পরণে ছিল হলুদ ছাপা শাড়ি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি।