বুধবার, ২৫ মে ২০২২, ০৭:২৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে শনিবার সকালে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. নিশারুল আরিফ জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন।
সকালে পুলিশ সুপার কার্যালয়ে নিশারুল আরিফকে ফুলেল শুভেচ্ছা জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম।
এ সময় পুলিশের একটি দল অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক নিশারুল আরিফকে গার্ড অফ অনার প্রদান করেন।
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারের সাথে এসম আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, সদর থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএমসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক নিশারুল আরিফ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ এর সকল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের সজাগ থেকে দায়িত্ব পালনের আহবানও জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ। বাৎসরিক পরিদর্শনের রুটিন হিসেবে তিনি চাঁপাইনবাবগঞ্জে পরিদর্শনে আসেন।####
মোঃ ফরহাদ আলী/
চাঁপাইনবাবগঞ্জ ।