বুধবার, ২৫ মে ২০২২, ০৭:০৭ অপরাহ্ন
রেজুয়ান খান রিকন, গাইবান্ধা প্রতিনিধি: “আয়করে প্রবৃদ্ধি- দেশ ও দশের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার সকালে দুইদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এরপর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ আয়কর কার্যালয়ে সার্কেল-২১ এর উপ-আয়কর কমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়কর মেলায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হোসেন টুকু, বিশিষ্ট্য ব্যবসায়ী বিমল কুমার সাহা সহ আয়কর বিভাগের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।