বুধবার, ২৫ মে ২০২২, ০৭:২৮ অপরাহ্ন
বিশেষ জেলা প্রতিনিধি ,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গাইবান্ধা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও অফিসার ই›চার্জ এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাচিয়া মীরগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে চাচিয়া মীরগঞ্জ গ্রামের জবেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী শাকিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসয় শাকিলের নিকট থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তার বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়। ওসি এসএম আব্দুস সোবহান জানান, শাকিল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে মর্মে আমাদের কাছে তথ্য আছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওসি সোবহানের ভোট কেন্দ্র পরিদর্শন
বিশেষ জেলা প্রতিনিধি ,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা অফিসার ইন্চার্জের উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
জানা গেছে,সোমবার ও মঙ্গলবার আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন অফিসার ইন্চার্জ এসএম আব্দুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন- এসআই ওয়াহেদ আলী,সাংবাদিক ক্বারী মো: আবু জায়েদ খান,সোনারায় ইউনিয়নের আ‘লীগ সভাপতি রঞ্জিত কুমার, যুবলীগ সভাপতি জাহেদুল ইসলাম, হালিম সরকার প্রমূখ। উপজেলার বামনডাঙ্গা, সোনারায়, কঞ্চিবাড়ি ও চন্ডিপুর ইউনিয়নের সব ভোট কেন্দ্র ঘুরে ফিরে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি পরিদর্শন করা হয়। পাশাপাশি ওসি এবিষয় স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং তাদের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।#####
আনিসুর রহমান আগুন/নতুনবাজার।।।