মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
কেএম শহীদুল,সুনামগঞ্জ প্রতিনিধি
খালেদা জিয়ার মুক্তি চাই ধানের শীষে ভোট চাই এই শ্লোগান নিয়ে নবগঠিত সুনামগঞ্জ পৌর বিএনপির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি সুনামগঞ্জ পৌর বিএনপির আয়োজনে শহরের কাজির পয়েন্টস্থ সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার বাসভবণে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এড. শেরেনুর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের স ালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক হুইপ আলহাজ¦ এড. ফজলুল হক আসপিয়া। সভায় আরো বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম উদ্দিন,এড. কামাল উদ্দিন,ছমির মিয়া,বিএনপি নেতা মাছুম হেলাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক হুইপ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ¦ এড. ফজলুল হক আসপিয়া বলেন,এই স্বৈরাচারী সরকার একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে প্রহসনের নির্বাচন করে আবারো ক্ষমতায় যেতে চায়। তিনি আগামী একাদশ জাতীয় নির্বাচনে প্রতিটি দলীয় নেতাকর্মীকে বিভেদ ভূলে গিয়ে একত্রিত থেকে সরকারের যেকোন চক্রান্ত প্রতিহত করার আহবান জানান। ##